তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে শুরু হওয়া আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর চাঁদপুর জেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজন করা হয়।
ফাইনাল খেলার পূর্বে বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক সবিতা বিশ্বাসের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
জেলা প্রশাসক মাঠে খেলোয়াড়দের সাথে পরিচয় পর্বের পর খেলা শুরু হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে, আশা করছি তোমরা চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে। তিনি উভয় কলেজের অধ্যক্ষসহ শিক্ষকগণকে উদ্দেশ্য করে বলেন, ফুটবল খেলোয়াড়দের আরো বেশি টেকনিক্যাল অনেক কিছু শিখিয়ে নিতে হবে।
খেলায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মতলব উত্তর শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের সাথে টাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
নিজস্ব প্রতিনিধি ॥ 















