কচুয়ায় এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে শীতবস্ত্র ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান কামালের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,শিশুদের মেধা বিকাশে ও শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের যে কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার।
তিনি আরো বলেন,মানুষ মানুষের জন্য। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আমরা শুধু স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছি। এইমফাউন্ডেশনের এই উদ্যোগ সাধুবাদ জানাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আস্থা গ্রুপের ফাউন্ডিং চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আনসারী,ডাইরেক্ট ও সাবেক ব্যাংকার মোঃ মঈনুল ইসলাম,কচুয়া উপজেলা সমাজসেবা ফিল্ড অফিসার মোঃ শামীম হোসেন প্রমুখ ।
এ সময় বিশিষ্ট সমাজসেবক মোঃ মোশারফ হোসেন,ডাক্তার আব্দুল হাই কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আহসান তালুকদারসহ আস্থা গ্রুপের বিভিন্ন কর্মকর্তা ও এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল্লাহ আল বলেন,এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশন এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদেরকে আর্থিক সহযোগিতা ও সেবা প্রদান।
সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান, স্কুল ড্রেস, বই-খাতা, মেধাবৃত্তি প্রদান ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ। সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বিনা মূল্যে পাঠদান। অসহায় মহিলাদের আত্মনির্ভরশীল করতে বিনামূল্যে সেলাই, ব্লক-বাটিক, হস্তশিল্প ও বুটিকের কাজ শেখানো।
বৃক্ষরোপণ অভিযান, নিরাপদ পানি ও স্যানিটেশন উন্নয়ন এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম। প্রাকৃতিক দুর্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে আহার, বস্ত্র ও ঔষধসহ যুগোপযোগী মানব কল্যাণে সহযোগিতা করা।
Reporter Name 






















