চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন কচুয়া থানার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) মোহাম্মদ শাহজাহান। তিনি মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীদের আটক এবং বিভিন্ন মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুলিশ সুপারের কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন এসআই মোহাম্মদ শাহজাহান।
শনিবার (১৭ জানুয়ারি) জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত মাসিক কল্যান সভায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে এসআই মোহাম্মদ শাহজাহানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, (কচুয়া সার্কেল) আব্দুল হাই,চাঁদপুর সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ শাহজাহান জানান, অত্যন্ত সততার সাথে তার দায়িত্ব পালন করে আসছি। এই পুরস্কার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার অঙ্গীকার। স্থানীয় পুলিশ প্রশাসনসহ সহকর্মীরাও তার এই অর্জনে প্রশংসা জানিয়েছেন।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: 






















