কচুয়া নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তানজিনা আক্তার রিয়া হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সন্মুখ সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ ও এলাকার শতশত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা-আকতার হোসেন মিন্টু, মা- মায়া আক্তার, নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফখরে আলম মুন্সী, প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, স্থানীয় অধিবাসী আছমা বেগম, শিরীন আক্তার, জান্নাতুল মাওয়া মিথিসহ অনেকে।
Reporter Name 














