হাজীগঞ্জের ডাকাতিয়া নদীতে ড্রেজার ডুবে ঘুমন্ত শ্রমিক মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় পুলিশ মৃতুদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রবিবর সকালে উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সেতু লাগোয়া ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক জিহাদ (১৭) লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের আবু সাঈদের ছেলে।
স্থানীয়রা জানান রাতে ড্রেজারের ট্রলারে ছিদ্র হয়ে ট্রলারটি ডুবে যায়। জিহাদ ওই ট্রলারে ঘুমে ছিল।
ভোররাতে তার বাবা আবু সাঈদ ফোন করে তাকে না পাওয়ায় সকালে ঘটনাস্থলে এসে ড্রেজারটি ডোবানো অবস্থায় দেখতে পায়। পরে কয়েকজন লেবার মিলে ড্রেজারটি নদীর টেনে তুলে ভিতর থেকে জিহাদের মৃতদেহ বের করা হয়।
তিনি আরো জানান, জিহাদ তার মামা কামরুল ইসলামের সাথে মেসার্স নির্মাণ ট্রেডার্সে শ্রমিকের কাজে যোগ দেয়। ওই প্রতিষ্ঠানের মালিক মিলন চৌধুরী।
পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহটি থানায় নিয়ে যায়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, জিহাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, তার বাবার কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।