ঢাকা 6:48 pm, Tuesday, 5 August 2025

চাঁদপুরে ১৪১ রোগী পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

  • Reporter Name
  • Update Time : 03:26:52 pm, Monday, 27 March 2023
  • 13 Time View

বিশেষ প্রতিনিধি ॥

চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত ১৪১ রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে ৭০ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে রোগীদের হাতে চেক তুলেদেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

চেক বিতরণ পূর্বে জেলা প্রশাসক বক্তব্যে বলেন, যাচাই-বাছাই করতে গেলে আমরা সবদিক বিবেচনা করেই যাচাই-বাছাই করে থাকি। অনেকেই এমন এমন জায়গায় চিকিৎসা নিচ্ছেন যেসব স্থানের নাম তেমন একটা শুনা যায় না। আপনারা চিন্তা করেন যে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা তেমন ভালো না। আসলে তা সঠিক নয়। সরকারি হাসপাতালে এখন অনেক ধরণের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। পরামর্শ থাকবে আপনারা দালালের মাধ্যমে প্রতারিত হবেন না। আমাদের চেষ্টা থাকতে হবে যেন সঠিক জায়গা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা নেয়া।
তিনি বলেন, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে ২০১৩-১৪ অর্থবছর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এ কার্যক্রম শুরু হয়। দরিদ্র অসহায় মানুষদের সহযোগিতা করতেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন। আমরা সবাই তাঁর জন্যে দোয়া করবো।

সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সহ-সভাপতি সোহেল রুশদী প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান।

সিভিল সার্জন প্রতিনিধি, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সমাজসেবা অফিসার (নিবন্ধন) মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে জুলাই শহীদদের কবরে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

চাঁদপুরে ১৪১ রোগী পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

Update Time : 03:26:52 pm, Monday, 27 March 2023

বিশেষ প্রতিনিধি ॥

চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত ১৪১ রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে ৭০ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে রোগীদের হাতে চেক তুলেদেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

চেক বিতরণ পূর্বে জেলা প্রশাসক বক্তব্যে বলেন, যাচাই-বাছাই করতে গেলে আমরা সবদিক বিবেচনা করেই যাচাই-বাছাই করে থাকি। অনেকেই এমন এমন জায়গায় চিকিৎসা নিচ্ছেন যেসব স্থানের নাম তেমন একটা শুনা যায় না। আপনারা চিন্তা করেন যে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা তেমন ভালো না। আসলে তা সঠিক নয়। সরকারি হাসপাতালে এখন অনেক ধরণের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। পরামর্শ থাকবে আপনারা দালালের মাধ্যমে প্রতারিত হবেন না। আমাদের চেষ্টা থাকতে হবে যেন সঠিক জায়গা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা নেয়া।
তিনি বলেন, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে ২০১৩-১৪ অর্থবছর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এ কার্যক্রম শুরু হয়। দরিদ্র অসহায় মানুষদের সহযোগিতা করতেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন। আমরা সবাই তাঁর জন্যে দোয়া করবো।

সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সহ-সভাপতি সোহেল রুশদী প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান।

সিভিল সার্জন প্রতিনিধি, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সমাজসেবা অফিসার (নিবন্ধন) মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।