হাজীগঞ্জ পূর্ব বাজারের কতিপয় বিবেকহীন ব্যবসায়ীর অসতর্ক কর্মকান্ডে ডাকাতিয়া নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতেকরে ডাকাতিয়া নদীর বিভিন্ন খালসহ ডাকাতিয়া নদীর একটি বড় অংশের মাছের জীবন পর্যন্ত বিপন্ন। গত কিছুদিন ধরে স্থানীয় পাইকারী তরমুজ ব্যবসায়ীরা পঁচা তরমুজের ডাকাতিয়া নদীতে পেলে পানি দূষিত করছে বলে সরেজমিনে গিয়ে দেখা যায়। এতে এক দিকে বিপন্ন হচ্ছে ডাকাতিয়া নদীর পানি, অপর দিকে নষ্ট হচ্ছে নদীর মিঠা পানির মাছ।
হাজার হাজার তরমুজ দূষিত বাস্পে এখান আর ডাকাতিয়া নদী থেকে কোন মাছ প্রবেশ দুরের কথা, ভাটার সময় খালের দূষিত পানি ডাকাতিয়ার নদীর শাখা খালগুলোতে প্রবাহিত হয়ে সেখানের মাছের জীবনও বিপন্ন। ডাকাতিয়া যে সামান্য মাছের বিচরন ছিল, ইতোমধ্যে সেখানেও মড়ক লক্ষ্য করা যাচ্ছে। ফলে হাজীগঞ্জ বাজারসহ এর আশে-পাশের বাজারগুলোতে নদীর মাছ নেই বললেই চলে।
তবে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড থেকে ডাকাতিয়া নদী খনন করার পর কিছু দেশীয় প্রজাতির মাছ ডাকাতিয়া নদীতে দেখা গেলেও হাজার হাজার পঁচা তরমুজ ডাকাতিয়া নদীতে ফেলানোর কারণে এ নদীর মাছসহ জীব বৈচিত্র হুমকীর মুখে পড়েছে। অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নদী রক্ষায় এগিয়ে আসতে হবে।