শাহরাস্তিতে জোরপূর্বক ক্রয়কৃত সম্পত্তি থেকেগাছ কাটার অভিযোগ উঠেছে। ২৪ মে বুধবার দুপুরে টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক মুন্সিবাড়িতে গাছ কাটে একই বাড়ীর আব্দুর রশিদের ছেলে জাহাঙ্গীর আলম, আব্দুল হাইয়ের ছেলে মোস্তফা মিয়া, জামাল হোসেন ও আব্দুল মালেক মনু মিয়া। গাছের মালিক আনোয়ার উল্লাহ গাছ কাটায় বাধা দিলে তারা আক্রমণ করতে আসে।
অভিযোগ সূত্রে জানা যায় ওই বাড়ির মৃত ইসমাইল হোসেনের ছেলে আনোয়ার উল্লাহ বাড়ির ওয়ারিশ থেকে সম্পত্তি ক্রয় করেন। বর্তমানে দীর্ঘ বছর যাবৎ ওই বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু বাড়ির কতিপয় লোকজন তার সম্পত্তি দেখে ঈর্ষানীত হয়ে আনোয়ার উল্ল্যার পিছনে শত্রুতা করে আসছেন। বিভিন্ন ভাবে আনোয়ার উল্লাহর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।
বর্তমানে তার পৈতৃক সম্পত্তিতে বাড়ির লোকজন জোরপূর্বক রাস্তা বেঁধে চলাচল করছে। তার সম্পত্তিতে থাকা কয়েকটি গাছ কেটে নিয়ে যায়।এবং বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি ও প্রাণ নাশকের হুমকি দিয়ে থাকে।
ক্ষতিগ্রস্ত পরিবার আনোয়ার উল্লাহ জানান এলাকার অসহায় হওয়া আমার পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত জমি জবরদখল করতে চায়।
সম্পত্তির বিরোধ নিয়ে পূর্বে কয়েকটি মামলা রয়েছে। বর্তমানে আদালতে মামলা চলমান।
আমার ছেলেরা বাড়িতে থাকে না, আমি আমার স্ত্রী ও ছেলের স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকি এবং আমাকে ভয় ভীতি ও হুমকি ধমকি দিয়ে আসছে।
হুমকি ধমকি ও ভয়ভীতির কারনে আনোয়ার উল্লাহ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তাই দুষকৃতকারী থেকে রক্ষা পেতে মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, মহোদয় ও সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে অভিযুক্তকারী মোস্তফা মিয়া ও জামাল হোসেন জানান গাছটি রাস্তায় চলাচলের ভিন্ন ঘটায়, তাদেরকে বহুবার বলা সত্বেও গাছটি সরে নেয়নি।