হাজীগঞ্জে পিকআপ (মিনি ট্রাক) ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে গুরুতর আহত মোটরসাইকেলের ৩ জন আরোহীকে ঢাকায় রেপার করা হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকায় রেপার করেন জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক।
আহতরা হলেন, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামের মো. রাছেল (৩২), মো. নাছির উদ্দিন (৩২) ও মো. মোতালেব হোসেন (৩০)। গুরুতর আহত হওয়ায় তারা পূর্ণাঙ্গা ঠিকানা বলতে পারেনি। এ দিন বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন খাটরা-বিলওয়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম থেকে আসা পিকআপ (মিনি ট্রাক) গাড়িটি পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের ধেররা কোকাকোলা ঘাটের দিকে ফিরছিলেন। এ সময় পূর্ব দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ৩ জন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসক আহতদের ঢাকায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মো. সামছুল আরিফীন বলেন, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত প্রেরণ করা হয়েছে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছে এবং দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।