ঢাকা 5:33 am, Thursday, 4 September 2025

চাঁদপুরে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 02:23:44 pm, Saturday, 10 June 2023
  • 26 Time View

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। শনিবার (১০ জুন) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, এ টুর্নামেন্টের কলেজ পর্যায়ে প্রথম আসর শুরু হলো। এর মাধ্যমে অন্যন্য একটি প্লাটফর্ম তৈরী হয়েছে। খেলাধুলার মাধ্যমেও কর্মজীবন গঠনের সুযোগ রয়েছে। ভালো খেলোয়াড় তৈরী করতে বাল্যকাল থেকে পৃষ্ঠপোষকতা দরকার এবং সরকার তা করছে। আজকে যেটি শুরু হয়েছে, সেটি যেন শেষ না হয় এবং অব্যাহত থাকে। খেলা হবে খেলার মনোভাব নিয়ে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) পলাশ কান্তি নাথ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ।

টুর্নামেন্টে জেলার ৮ উপজেলার কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহন করে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মতলব উত্তর বনাম মতলব দক্ষিণ উপজেলা দল অংশগ্রহন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

চাঁদপুরে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Update Time : 02:23:44 pm, Saturday, 10 June 2023

চাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। শনিবার (১০ জুন) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, এ টুর্নামেন্টের কলেজ পর্যায়ে প্রথম আসর শুরু হলো। এর মাধ্যমে অন্যন্য একটি প্লাটফর্ম তৈরী হয়েছে। খেলাধুলার মাধ্যমেও কর্মজীবন গঠনের সুযোগ রয়েছে। ভালো খেলোয়াড় তৈরী করতে বাল্যকাল থেকে পৃষ্ঠপোষকতা দরকার এবং সরকার তা করছে। আজকে যেটি শুরু হয়েছে, সেটি যেন শেষ না হয় এবং অব্যাহত থাকে। খেলা হবে খেলার মনোভাব নিয়ে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) পলাশ কান্তি নাথ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ।

টুর্নামেন্টে জেলার ৮ উপজেলার কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহন করে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মতলব উত্তর বনাম মতলব দক্ষিণ উপজেলা দল অংশগ্রহন করে।