মো. জহির হোসেন॥ চাঁদপুরের হাজীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুবর্ধ-১৭) উদ্বোধন হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. মাহবুব-উল আলম লিপন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিমউদ্দিন, অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।
পরে টেলিকনফারেন্সে খেলার উদ্বোধন করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলা-ধূলা তরুণ প্রজন্মের মাঝে বিপ্লব সৃষ্টি করেছে। ফলে তরুণরা এখন মাদকের দিকে না গিয়ে খেলাধূলায় মনোনিবেশ করছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুবর্ধ-১৭) উদ্বোধনের মাধ্যমে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে নতুন নতুন ফুটবল খেলোয়াড় সৃষ্টি হবে। যারা জাতীয় পর্যায়ে খেলতে পারবে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুবর্ধ-১৭) এর ট্রফি উম্মোচন করেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, ২নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ৩নং কালচো উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক প্রধানীয়া, ৪নং কালচো দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম মুজিবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম বেপারী, সুমন তপদার, আলাউদ্দিন, কাজী মনির হোসেন, হাজী কাজী কবির হোসেন, সাদেক প্রমূখ।
টুর্নামেন্টে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৩টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হাটিলা পশ্চিম ইউনিয়নকে হারিয়ে ৪-০ গোলে হাজীগঞ্জ পৌরসভা বিজয়ী হয়।