হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। রোববার (১৮ জুন) সকালে বিদ্যালয় কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন প্রমুখ।
অনুষ্ঠানেন শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী ইফাদ খাঁন, গীতা পাঠ করেন সাথী রানি। এরপর স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটু। সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, তাসনিয়া জাহান নিসা ও রামিয়া খাঁন, এলাকাবাসীর পক্ষে বিল্লাল হোসেন সর্দার।
ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, মোস্তফা কামাল মজুমদার, আবু তাহের প্রধানীয়া, সুহিলপুর এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো.আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।