মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মো. ইয়ামিন খাঁ (১৯) নামের তরুণ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১ জুলাই) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ সদর ইউনিয়নের রেল ক্রসিং সংলগ্ন এলাকা থেকে তাকে গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের উচ্চগাঁ গ্রামের রেল ক্রসিং সংলগ্ন এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ মিয়াসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানের সময় সন্দেহভাজন মো. ইয়ামিন খাঁকে তল্লাশি করা হয়। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগের ভিতর থেকে স্কচটেপ প্যাঁচানো তিন পোটলায় ২ কেজি, ২ কেজি ও ১ কেজিসহ মোট ৫ কেজি গাঁজা জব্দ এবং তাকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য এক লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, গাঁজাসহ আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান এবং তথ্য দাতার নাম ও পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন তিনি।