মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১৫ নভেম্বর) রাত ৮ টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক এর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের সটাকী বেরীবাঁধের উপর অভিযান চালিয়ে মো. আরিফ হোসেন (২২), মো. সুমন (২১) ও মো. শান্ত বেপারী (১৮)কে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।
আটককৃত মো. আরিফ হোসেন (২২) মতলব উত্তর উপজেলার উত্তর শিকিরচর সওদাগর গ্রামের আব্দুল মান্নান এর ছেলে, মো. সুমন (২১) একই গ্রামের সফিক মিয়ার ছেলে অপর আটককৃত মাদক ব্যবসায়ী মো. শান্ত বেপারী (১৮) উত্তর শিকিরচর সওদাগর বাড়ির মো. রিপন বেপারীর ছেলে।
মতলব উত্তর থানার সূত্রে জানা যায়, তারা দুজনই সক্রিয় মাদক ব্যবসায়ী। আটককৃতরা বিভিন্ন এলাকা হইতে অবৈধ মাদক (গাঁজা) সংগ্রহ করে অত্র থানার বিভিন্ন স্থানে দীর্ঘ দিন যাবত বিক্রি করে আসছিলো। আটককৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, চাঁদপুর জেলা তথা মতলব উত্তর থানাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ থানা পুলিশ । মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।