ঢাকা 4:34 pm, Tuesday, 5 August 2025

মতলব উত্তরে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৮৬.৮২ জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

  • Reporter Name
  • Update Time : 02:19:07 pm, Monday, 27 November 2023
  • 15 Time View

ছবি-সংগৃহিত।

মনিরুল ইসলাম মনির
সারাদেশে এইচএসসি পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছ। এতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাশের হার ৮৬.৮২ এবং জিপিএ -৫ পেয়েছে ৪৭ জন।
জানা যায়, মতলব উত্তর উপজেলার ১২ টি কলেজ থেকে ২৫৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০৮২ জন কৃতকার্য ও ৪৬৩ জন অকৃতকার্য হয়েছে। এতে জিপিএ -৫ পেয়েছে ৪৩ জন এবং পাশের হার ৮১.৮০। ৬ টি মাদ্রাসা থেকে ২০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ ১৮৯ জন কৃতকার্য ও অকৃতকার্য হয়েছে ২০ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ -৫ পেয়েছে ৪ জন। পাসের হার ৯০.৪৩।

খোঁজ নিয়ে যানা যায়, ছেংগারচর সরকারি কলেজ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮৩ জন, কৃতকার্য ৩৭২ জন, অকৃতকার্য ১১ জন, জিপিএ -৫ পেয়েছে ৭ জন, পাসের হার ৯৭.১২। নিশ্চিতন্তপুর স্কুল এন্ড কলেজে ৩৮৯ জনের মধ্যে কৃতকার্য ২৫৫ জন, অকৃতকার্য ১২৪, জিপিএ -৫ পেয়েছে ২ জন, পাসের হার ৬৭.২৮। সুজাতপুর কলেজে ১৭৬ জনের মধ্যে কৃতকার্য ১৫১ জন, অকৃতকার্য ২৫ জন, জিপিএ ৫- পেয়েছে ২ জন, পাসের ৮৬.০০। নাউরী আদর্শ কলেজে ৪৫২ জনের মধ্যে ৪৪১ জন কৃতকার্য, অকৃতকার্য ১১ জন, জিপিএ -৫ পেয়েছে ২৪ জন, পাসের হার ৯৭.৭৭ জন। মুন্সী আজিম উদ্দিন কলেজে ১২৪ জনের মধ্যে ১০৮ জন কৃতকার্য, অকৃতকার্য ১৬ জন, পাসের হার ৮৭.০৯। আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে ২৩২ জনের মধ্যে ১৮৩ জন কৃতকার্য, অকৃতকার্য ৪৯ জন, পাসের হার ৭৮.৮৮। লুধুয়া স্কুল ১৮০ জনের মধ্যে কৃতকার্য ১৫৯ জন, অকৃতকার্য ২১ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন, পাসের হার ৮৮.৭৩। কালীপুর স্কুল এন্ড কলেজে ২১৯ জনের মধ্যে ১২৭ জন কৃতকার্য, অকৃতকার্য ৯২ জন, পাসের হার ৫৮.০০। শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজে ১৪৭ জনের মধ্যে ১১৫ জন কৃতকার্য , অকৃতকার্য ৩২ জন, পাসের হার ৭৮.২৩। জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজে ৫৯ জনের মধ্যে কৃতকার্য ৪৬ জন, অকৃতকার্য ১৩ জন, পাসের হার ৭৮.০০। ধনাগোদা তালতলি স্কুল এন্ড কলেজে ১৩৫ জনের মধ্যে কৃতকার্য ৬৮, অকৃতকার্য ৬৭, পাসের হার ৫০.৩৭ জন। দি কার্টার ৫৯ জনের মধ্যে ৫৭ জন কৃতকার্য, অকৃতকার্য ২ জন, জিপিএ -৫ পেয়েছে ২ জন, পাসের হার ৯৬.৬১।

ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা থেকে ৫৩ জন থেকে কৃতকার্য ৪৪ জন, অকৃতকার্য ৯ জন, পাসের হার ৮৪.০০। সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ৩৭ জনের মধ্যে কৃতকার্য ৩৬ জন, অকৃতকার্য ১ জন, জিপিএ -৫ পেয়েছে ১ জন, পাসের হার ৯৭.৩০। নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসায় ৪২ জনের ৩৯ কৃতকার্য, অকৃতকার্য ৩, জিপিএ -৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৯২.৮৬। বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসায় ৩৪ জনের মধ্যে কৃতকার্য ৩২ জন, অকৃতকার্য ২ জন, পাসের হার ৮৬.৪৮। লবাইরকান্দি আল-আমীন আলিম মাদ্রাসায় ১৯ জনের মধ্যে ১৭ জন কৃতকার্য, অকৃতকার্য ২ জন, পাসের হার ৮৯.৪৭। হাসিমপুর আহাম্মদিয়া ছিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় ২৪ জনের মধ্যে ২১ জন কৃতকার্য, অকৃতকার্য ৩ জন, পাসের হার ৮৭.৫০।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে জুলাই শহীদদের কবরে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

মতলব উত্তরে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৮৬.৮২ জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

Update Time : 02:19:07 pm, Monday, 27 November 2023

মনিরুল ইসলাম মনির
সারাদেশে এইচএসসি পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছ। এতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাশের হার ৮৬.৮২ এবং জিপিএ -৫ পেয়েছে ৪৭ জন।
জানা যায়, মতলব উত্তর উপজেলার ১২ টি কলেজ থেকে ২৫৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০৮২ জন কৃতকার্য ও ৪৬৩ জন অকৃতকার্য হয়েছে। এতে জিপিএ -৫ পেয়েছে ৪৩ জন এবং পাশের হার ৮১.৮০। ৬ টি মাদ্রাসা থেকে ২০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ ১৮৯ জন কৃতকার্য ও অকৃতকার্য হয়েছে ২০ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ -৫ পেয়েছে ৪ জন। পাসের হার ৯০.৪৩।

খোঁজ নিয়ে যানা যায়, ছেংগারচর সরকারি কলেজ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮৩ জন, কৃতকার্য ৩৭২ জন, অকৃতকার্য ১১ জন, জিপিএ -৫ পেয়েছে ৭ জন, পাসের হার ৯৭.১২। নিশ্চিতন্তপুর স্কুল এন্ড কলেজে ৩৮৯ জনের মধ্যে কৃতকার্য ২৫৫ জন, অকৃতকার্য ১২৪, জিপিএ -৫ পেয়েছে ২ জন, পাসের হার ৬৭.২৮। সুজাতপুর কলেজে ১৭৬ জনের মধ্যে কৃতকার্য ১৫১ জন, অকৃতকার্য ২৫ জন, জিপিএ ৫- পেয়েছে ২ জন, পাসের ৮৬.০০। নাউরী আদর্শ কলেজে ৪৫২ জনের মধ্যে ৪৪১ জন কৃতকার্য, অকৃতকার্য ১১ জন, জিপিএ -৫ পেয়েছে ২৪ জন, পাসের হার ৯৭.৭৭ জন। মুন্সী আজিম উদ্দিন কলেজে ১২৪ জনের মধ্যে ১০৮ জন কৃতকার্য, অকৃতকার্য ১৬ জন, পাসের হার ৮৭.০৯। আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে ২৩২ জনের মধ্যে ১৮৩ জন কৃতকার্য, অকৃতকার্য ৪৯ জন, পাসের হার ৭৮.৮৮। লুধুয়া স্কুল ১৮০ জনের মধ্যে কৃতকার্য ১৫৯ জন, অকৃতকার্য ২১ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন, পাসের হার ৮৮.৭৩। কালীপুর স্কুল এন্ড কলেজে ২১৯ জনের মধ্যে ১২৭ জন কৃতকার্য, অকৃতকার্য ৯২ জন, পাসের হার ৫৮.০০। শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজে ১৪৭ জনের মধ্যে ১১৫ জন কৃতকার্য , অকৃতকার্য ৩২ জন, পাসের হার ৭৮.২৩। জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজে ৫৯ জনের মধ্যে কৃতকার্য ৪৬ জন, অকৃতকার্য ১৩ জন, পাসের হার ৭৮.০০। ধনাগোদা তালতলি স্কুল এন্ড কলেজে ১৩৫ জনের মধ্যে কৃতকার্য ৬৮, অকৃতকার্য ৬৭, পাসের হার ৫০.৩৭ জন। দি কার্টার ৫৯ জনের মধ্যে ৫৭ জন কৃতকার্য, অকৃতকার্য ২ জন, জিপিএ -৫ পেয়েছে ২ জন, পাসের হার ৯৬.৬১।

ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা থেকে ৫৩ জন থেকে কৃতকার্য ৪৪ জন, অকৃতকার্য ৯ জন, পাসের হার ৮৪.০০। সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ৩৭ জনের মধ্যে কৃতকার্য ৩৬ জন, অকৃতকার্য ১ জন, জিপিএ -৫ পেয়েছে ১ জন, পাসের হার ৯৭.৩০। নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসায় ৪২ জনের ৩৯ কৃতকার্য, অকৃতকার্য ৩, জিপিএ -৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৯২.৮৬। বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসায় ৩৪ জনের মধ্যে কৃতকার্য ৩২ জন, অকৃতকার্য ২ জন, পাসের হার ৮৬.৪৮। লবাইরকান্দি আল-আমীন আলিম মাদ্রাসায় ১৯ জনের মধ্যে ১৭ জন কৃতকার্য, অকৃতকার্য ২ জন, পাসের হার ৮৯.৪৭। হাসিমপুর আহাম্মদিয়া ছিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় ২৪ জনের মধ্যে ২১ জন কৃতকার্য, অকৃতকার্য ৩ জন, পাসের হার ৮৭.৫০।