উৎসব মূখর পরিবেশে আনন্দঘনো আয়োজনে হাজীগঞ্জের মৈত্রী শিশু উদ্যানে বই উৎসব উদযাপিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এসময় তিনিসহ অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার ৪’বারের শ্রেষ্ঠকরদাতা ও বিদ্যালয়ের পরিচালক অর্থ এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, পরিচালক প্রশাসন কাজী নুরুল আলম, পরিচালক শিক্ষা নিহার রঞ্জন হালদার।
অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অভিভাবকদের উদ্দেশ্যে নতুন কারিকুলাম বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন, বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, বেনজির দুরদানা নিশি, তারেক আজিজ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ বছর ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মৈত্রি শিশু উদ্যান হাজীগঞ্জে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিদ্যালয়ের চেয়ারম্যানসহ পরিচালকদের দিকে-নির্দেশনায় এবং শিক্ষকদের আন্তরিকতায় প্রতিষ্ঠানটি শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে।