চাঁদপুর সদর উপজেলায় একটি শোকাবহ ঘটনা ঘটেছে। যেখানে বাস চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেলা আক্তার শান্তা (১৮) বড় শাহতলী এলাকার শামছুল হুদার মেয়ে। তিনি জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পারাপারের সময় আইদি বাসের চাপায় রাহেলা ঘটনাস্থলেই প্রাণ হারান।
ছুটি নিয়ে দেশে ফেরার কথা ছিল পাভেলের, ফিরলেন কফিনে
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহ্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পরিবার ও এলাকাবাসী শোকস্তব্ধ।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিচার করে পুনরায় এমন দুর্ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের আহ্বান জানাচ্ছেন।
নিজস্ব প্রতিনিধি ॥ 





















