ঢাকা 3:35 pm, Monday, 4 August 2025

চাঁদপুর হোন্ডা গ্যালারী’র শুভ উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 11:10:15 pm, Tuesday, 30 January 2024
  • 10 Time View

চাঁদপুর শহ‌রের ওয়ার‌লেছ এলাকায় হোন্ডা কোম্পা‌নির ১৭৭তম (আ‌বির হোন্ডা) শোরুমের শুভ উ‌দ্বোধন হ‌য়েছে। মঙ্গলবার (৩০ জানুয়া‌রি) বি‌কে‌লে ফিতা ও কেক কাটার মধ‌্যদি‌য়ে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে আ‌বির হোন্ডা শোরু‌মের উ‌দ্বোধন ক‌রেন বাংলাদেশ হোন্ডা প্রাই‌ভেট লি‌মি‌টে‌ডের সিইও সি‌গেরু মাৎসুজা‌কি।

এখন থেকে চাঁদপুর সকল মানুষ এই শোরুম থেকে সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টসের এক্সক্লুসিভ সুবিধা পেয়ে যাবেন। মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডিলারশীপের সার্টিফিকেট শোরুম মালিকের হাতে হস্তান্তর করেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর সিইও চীফ মার্কেটিং অফিসার সহ বিএইচএল এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ। এই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার মাধ্যেম হোন্ডার গ্রাহকদের আরও সন্নিকটে অবস্থান করবে বলে ধারণা করা যায়।

সাব স‌্যাকশন হেড (ডিলার ডেফলাপ‌মে‌ন্ট) মোঃ ইমরান হো‌সাইনের প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, চাঁদপুর জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান ওচমান গ‌ণি পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, বাংলাদেশ হোন্ডা প্রাই‌ভেট লি‌মি‌টে‌ডের সিএমও শাহ মোঃ আ‌শিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি শাহাদাত হো‌সেন শান্ত, সদর উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান আইয়ুব আলী বেপারী, এড‌ভোকেট জ‌সিম উ‌দ্দিন পাটওয়ারী, হোন্ডা কোম্পা‌নির চট্রগ্রাম বিভাগীয় রিজওয়াল ম‌্যা‌নেজার (সেলস) আবুল কালাম, রিজওয়াল ম‌্যা‌নেজার (প্রোডাক্ট) আরাফাত রহমানা, নোয়াখালীর চৌমহনী‌র ডিলার রহমান মট‌রে স্বত্তা‌ধিকারী নুরুর রহমান, আ‌বির হোন্ডা শোরু‌মের ডিলার আ‌বির পাটওয়ারী, শুভ পাটওয়ারী।

এ সময় বি‌শিষ্ট ব‌্যবসায়ী ওমর পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সহ সভাপ‌তি গিয়াস উ‌দ্দিন মিলন, র‌হিম বাদশা, সা‌বেক সভাপ‌তি আহসান উল‌্যা, সা‌বেক সাধারণ সম্পাদক রিয়াদ ফের‌দৌস, বি‌শিষ্ট ব‌্যবসায়ী ও যুবলীগ নেতা আবু পাটওয়ারী উপ‌স্থিত ছি‌লেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে শহীদ আজাদ সরকারের নামে স্মৃতিফলক উদ্বোধন

চাঁদপুর হোন্ডা গ্যালারী’র শুভ উদ্বোধন

Update Time : 11:10:15 pm, Tuesday, 30 January 2024

চাঁদপুর শহ‌রের ওয়ার‌লেছ এলাকায় হোন্ডা কোম্পা‌নির ১৭৭তম (আ‌বির হোন্ডা) শোরুমের শুভ উ‌দ্বোধন হ‌য়েছে। মঙ্গলবার (৩০ জানুয়া‌রি) বি‌কে‌লে ফিতা ও কেক কাটার মধ‌্যদি‌য়ে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে আ‌বির হোন্ডা শোরু‌মের উ‌দ্বোধন ক‌রেন বাংলাদেশ হোন্ডা প্রাই‌ভেট লি‌মি‌টে‌ডের সিইও সি‌গেরু মাৎসুজা‌কি।

এখন থেকে চাঁদপুর সকল মানুষ এই শোরুম থেকে সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টসের এক্সক্লুসিভ সুবিধা পেয়ে যাবেন। মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডিলারশীপের সার্টিফিকেট শোরুম মালিকের হাতে হস্তান্তর করেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর সিইও চীফ মার্কেটিং অফিসার সহ বিএইচএল এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ। এই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার মাধ্যেম হোন্ডার গ্রাহকদের আরও সন্নিকটে অবস্থান করবে বলে ধারণা করা যায়।

সাব স‌্যাকশন হেড (ডিলার ডেফলাপ‌মে‌ন্ট) মোঃ ইমরান হো‌সাইনের প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, চাঁদপুর জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান ওচমান গ‌ণি পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, বাংলাদেশ হোন্ডা প্রাই‌ভেট লি‌মি‌টে‌ডের সিএমও শাহ মোঃ আ‌শিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি শাহাদাত হো‌সেন শান্ত, সদর উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান আইয়ুব আলী বেপারী, এড‌ভোকেট জ‌সিম উ‌দ্দিন পাটওয়ারী, হোন্ডা কোম্পা‌নির চট্রগ্রাম বিভাগীয় রিজওয়াল ম‌্যা‌নেজার (সেলস) আবুল কালাম, রিজওয়াল ম‌্যা‌নেজার (প্রোডাক্ট) আরাফাত রহমানা, নোয়াখালীর চৌমহনী‌র ডিলার রহমান মট‌রে স্বত্তা‌ধিকারী নুরুর রহমান, আ‌বির হোন্ডা শোরু‌মের ডিলার আ‌বির পাটওয়ারী, শুভ পাটওয়ারী।

এ সময় বি‌শিষ্ট ব‌্যবসায়ী ওমর পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সহ সভাপ‌তি গিয়াস উ‌দ্দিন মিলন, র‌হিম বাদশা, সা‌বেক সভাপ‌তি আহসান উল‌্যা, সা‌বেক সাধারণ সম্পাদক রিয়াদ ফের‌দৌস, বি‌শিষ্ট ব‌্যবসায়ী ও যুবলীগ নেতা আবু পাটওয়ারী উপ‌স্থিত ছি‌লেন।