মুহাম্মদ বাদশা ভূঁইয়া: চাঁদপুরে ঐতিহ্যবাহী হযরত শাহ-সূফি শাহেন শাহ্ (রহ:) এর ১০০ তম বাৎসরিক ওরশ শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের শহীদ জাবেদ সড়ক সাবেক পানামা ডক ইয়াড মাজার শরীফ প্রাঙ্গনে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব ওমর পাটোয়ারী সভাপতিত্ব সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন, হযরত শাহসুফী শাহেন শাহ (রহ:) মাজার শরীফ এর খাদেম মোঃ নবাব খান।
দোয়া পরিচালনা করবেন, পীর সাহেব, উত্তর তারাবুনিয়া দরবার শরীফ, সখিপুর, শরীয়তপুর পীরে কামেল শাহ্সূফী হযরত মাওঃ আবু সালেহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, ঢাকা মোহাম্মদপুর তাহেরী কৃষি মার্কেট জামে মসজিদ এর খতিব বিশিষ্ট আলেমেদ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি খন্দকার মুহাম্মদ সাইফুল ইসলাম বাগদাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন (এসডু) পাটওয়ারী।
প্রধান বক্তা, কচুয়া নূরে মদিনা মাদ্রাসা কমপ্লেক্স পরিচালক সু-মধুর কন্ঠস্বর ও তরুণ বক্তা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত্ব তাহেরী।
হযরত শাহসুফী শাহেন শাহ (রহ:) শাহী মসজিদের ইমাম হযরত মাওলানা গাজী আতিকুর রহমান এর মাহফিল পরিচালনায় ওয়াজীনে কেরাম করবে, গাছতলা দরবার শরীফ সাহেবজাদা হযরত মাওলানা পীরজাদা খাজা জুবায়ের, মুন্সিগঞ্জ চরমসুরা কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হযরত মাওলানা আব্দুর রহমান জালালী, চাঁদপুর উম্মাহাতুল মোমিনী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ তৈয়্যবী, রাজরাজেশ্বর মুজাফফরিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা নোমান আহমেদ, বিশ্ব জাকের মজ্ঞিল খাদেম সু-মধুর কন্ঠস্বর ও তরুণ বক্তা মাওলানা হোসাইন আহম্মেদ সবুজ চাঁদপুরী।
সালাত, সালাম, জিকির ও আখেরি মুনাজাতের পর তবারক বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী ওরশ মাহফিল অনুষ্ঠিত হবে।