বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকালে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর তীরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ প্রশাসন ও রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশীয় ঐতিহ্যবাহী গ্রামীণ লোকজ খেলায় অংশগ্রহণ করে শিশু কিশোরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সবশেষে গ্রামীন খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা।
Reporter Name 























