মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রেখা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সকালে পৌরসভাধীন ৩নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই এলাকার মায়া ভিলার ছাদে এ ঘটনা ঘটে। তিনি ওই ভবনের মালিক মায়া বেগমের বড় বোন।
জানা গেছে, এ দিন সকালে মায়া ভিলার ছাদে ফুল গাছের টবে জমানো বৃষ্টির পানি নিস্কাশন করছিলেন রেখা বেগম। এসময় তিনি বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ভবনের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী শরীফ হোসেন সংবাদকর্মীদের বলেন, ফুল গাছের টবের সাথে বিদ্যুতের তার (ক্যাবল) জড়ানো ছিলো, তা তিনি (রেখা বেগম) দেখতে পাননি। যার ফলে টবের পানিতে হাত দেওয়া মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়ের বাতাসে দেয়াল থেকে তার টবের উপর পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।