চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি হাকিমনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেছে। এতে ১০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজানগর ইউপি চেয়ারম্যান সামশুল আলম তালুকদার বলেন, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা একটি বাস ৪০ জন যাত্রী নিয়ে রাঙামাটির দিকে যাচ্ছিল। পথে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি হাকিমনগর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয় কামাল উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় অনেকের জরুরি মালামাল, কাগজপত্র অনেক জিনিস হারিয়ে গিয়েছিল। এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে অনেকের টাকা-পয়সা, মোবাইল ও জরুরি কাগজপত্র বুঝিয়ে দিয়েছি।
 
																			 Reporter Name
																Reporter Name								 























