মোহাম্মদ হাবীব উল্যাহ্:
সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর আয়োজনে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে সম্ভাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত, বিদেশ ফেরত বা প্রতারিত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় স্থানীয় অংশীজনের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান মজিবের সভাপতিত্বে বুধবার (১০ ডিসেম্বর) পরিষদের হলরুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সহযোগী সংস্থা সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও হেলভেটাস বাংলাদেশ-এর সহযোগিতায় হাজীগঞ্জে এ প্রকল্প বাস্তবায়ন করবে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)। সিসিডিএ আয়োজিত সভায় অভিবাসী (বিদেশগামী, বিদেশে অবস্থানরত, বিদেশ ফেরত বা প্রতারিত ব্যক্তি) এবং তাদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, সিসিডিএ’র প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান।
এছাড়াও সভায় সিমস্ প্রকল্প বিভিন্ন পর্যায়ে যে সকল তথ্য সেবা প্রদান করে তার আলোকপাত এবং অভিবাসন প্রক্রিয়া সহজিকরন, বিভিন্ন সমস্যা ও প্রতিকারে করনীয় কি তা আলোচনা করা হয়। সভায় উল্লেখ করা হয়, আগামি চার বছর এ প্রকল্পের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত, বিদেশ ফেরত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের সচেতনমূলক কার্যক্রম, সালিশি ও আইনি সেবা প্রদান করা হবে।
সিসিডিএ এর উপজেলা সমন্বয়কারী উম্মে সালমা সাম্মীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপস্থিতির মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, হাফেজ মো. ফিরোজ হোসেন, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউপি সদস্য আতিকুর রহমান ও মোস্তফা কামাল, রায়চোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রাশেদুল ইসলাম, সুধীজনদের মধ্যে মো. মিজানুর রহমান ও মো. জিল্লুর রহমান রাজু প্রমুখ।
সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) সোশ্যাল মোবিলাইজার ঊষা দাসের সার্বিক সহযোগিতা ও আফরোজা পারভীন স্বর্ণার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় ইউপি সদস্যসহ ও সুধীজন উপস্থিত ছিলেন।