• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি যারা করেন তারা সবাই ক্রীড়াপ্রেমী – আতাউর রহমান ঢালী  কচুয়ায় স্কাউটসের মতবিনিময় সভা কচুয়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুনীজন সংবর্ধনা দ্বাদশগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিজয় র‌্যালি বাস্তবায়নে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পতিত স্বৈরাচারের দেশি-বিদেশি দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ॥ থানায় অভিযোগ কচুয়ায় হাত-পা বাধা যুবকের লা-শ উদ্ধার কচুয়ায় দুর্বৃত্তদের হামলায় বাড়িঘর ভাঙচুরের অভিযোগ আন্তঃকলেজ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হাজীগঞ্জ মডেল কলেজ

বিএনপি যারা করেন তারা সবাই ক্রীড়াপ্রেমী – আতাউর রহমান ঢালী 

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মতলব উত্তর প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে। বিএনপি যারা করেন তারা সবাই ক্রীড়াপ্রেমী।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বন্ধুমহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, তা এক কথায় কল্পনাতীত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এ গণহত্যার বিচার হোক। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে এ গণহত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। পৃথিবীর সামনে এ গণহত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ।
আতাউর রহমান ঢালী আরো বলেন, ২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বিজয় অর্জন করেছি। ছাত্র জনতার ঐক্যকে বিনষ্ট করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে দখলদারিত্ব চলবে না। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব চলছে, আমরা স্পষ্টভাবে বলছি এসব দখলদারিদের বিরুদ্ধে আমাদের অবস্থান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী।
টুর্ণামেন্টে ফাইনাল খেলায় ইমামপুর ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে লালপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
টুর্ণামেন্ট উদ্বোধন করেন, আরিফুল ইসলাম বাবু।
কালিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বশিরুল হক বাচ্চু মিয়াজী।
বিশেষ অতিথির বক্তৃতা দেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য এডভোকেট মফিজুল ইসলাম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মুন্সীগঞ্জ জেলার সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম জসিম, বিশিষ্ট সমাজসেবক ছমির আলী প্রধান, লিয়াকত আলী চৌধুরী খোকন, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালাল প্রধান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক পরিচালক কৃষিবিদ আহমেদ ইকবাল চৌধুরী, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ শাহ আলম ভূঁইয়া, স্টার এক্স গ্ৰুপের চেয়ারম্যান বশির আহমেদ লিটন, বন্ধুমহলের সমন্বয়ক সজীব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১