বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বেলচোঁ উচ্চ বিদ্যালয় হল রুমে এ শপথ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বেলচোঁ বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান।
স্বাগত বক্তব্য রাখেন বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি অহিদুল ইসলাম মোহন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিধি সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক।
বক্তব্য রাখেন হাজীগঞ্জ সেবা সংঘের সভাপতি ও বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন সরকার, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মাকসুদ হাসান সোহেল, সহকারী নির্বাচন কমিশনার কামরুল হাসান, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের সাধারণ সস্পাদক আবু সুফিয়ান, সহ-সভাপতি শাহজালাল মিয়াজী সোহাগ, প্রচার সম্পাদক ফারুক, ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শহিদ উল্যাহ আলফু, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক এমদাদ উল্যাহ তফাদার।
এ সময় উপস্থিত ছিলেন ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন, বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম, যুবদল নেতা তারেক, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকর পরিষদের সহ-সাধারণ সম্পাদক হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক সোহেল সরকার, কোষাধ্যক্ষ নুরুন্নবী মিয়াজী, প্রচার সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, বানিজ্যক সম্পাদক সেলিম মুন্সি, ১নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ২নং ওয়ার্ড কাউন্সিলর ডা. মোঃ আবুল কালাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত সরকার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাহার মোল্লা।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন বেলচোঁ কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যাপক এমরান হোসাইন।
অনুষ্ঠান পরিচালনা করেন বেলচোঁ বাজার ব্যবসায়ী মাসুম চৌধুরী। শপথ অনুষ্ঠানে বেলচোঁ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ পাঠ করান হাজীগঞ্জ সেবা সংঘের সভাপতি ও বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন সরকার।