শিরোনাম:
আ.লীগ নেতাকে জামিন না দেওয়ায় আদালত বর্জন করলেন আইনজীবীরা ভারতে প’র্নো’গ্রা’ফি শুটিং’ করতে গিয়ে বাংলাদেশি তরুণী আটক শাহরাস্তির প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কচুয়ায় বিতারা নতুন প্রাথমিক বিদ্যালয়ে এক লক্ষ টাকা দিলেন নাজমুন নাহার বেবী সিরিয়ায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত ৩৫ হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলায় হাজী জসিম ২ দিনের রিমান্ডে হাজীগঞ্জে নবাগত ইউএনও’কে প্রাথমিক শিক্ষক সমিতি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে নবাগত ইউএনও ইবনে জায়েদ’কে এসিল্যান্ডের ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে নবাগত ইউএনও ইবনে জায়েদ হোসেনের যোগদান চাঁদপুর শহরে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র’সহ ৩ যুবক আটক

হাজীগঞ্জে যুবদল নেতা হুমায়ুন কবির সুমনের মায়ের দাফন সম্পন্ন, ইঞ্জি. মমিনুল হক’সহ বিভিন্ন মহলের শোক

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
ছবি-সংগৃহিত।

হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির সুমনের মা শতোর্ধ্ব বয়সি ফুলবানুর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ জানুয়ারী) বিকালে জানাযা শেষে তাঁকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি পৌরসভাধীন ধেররা গ্রামের মরহুম আমিনুল হকের স্ত্রী।

এর আগে শনিবার সকাল ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফুলবানু। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

উপজেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির সুমনের মায়ের মৃত্যুতে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মজুমদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো গভীর শোকপ্রকাশ করেন।

এছাড়াও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান দুলাল, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন ও সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ ও সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ অন্যান্য নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেন।

শোকপ্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার শিশির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭