শিরোনাম:
নোয়াদ্দা শুহাদায়ে কারবালা জামে মসজিদের কমিটি গঠন হাজীগঞ্জে ব্যবসায়ী, পরীক্ষার্থী ও জানমালের ক্ষতিসাধন ঠেকাতে মেলা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

মেলার নামে অনিয়ম, চাঁদাবাজী এবং আইনশৃঙ্খলার অবনতির দায় বিএনপি বহন করবে না-আলহাজ্ব ইমাম হোসেন দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  হাজীগঞ্জে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ হাজীগঞ্জের রামপুরে সংঘর্ষে রণক্ষেত্র, জড়িয়ে পড়লো কয়েকটি গ্রাম হাজীগঞ্জে সিগারেট পান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ: আহত অর্ধশতাধিক উৎসবমূখর পরিবেশে হাজীগঞ্জে পালিত হচ্ছে ঈদুল ফিতর উৎসবমুখর পরিবেশে চাঁদপুরেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের মার্কা আগামী নির্বাচনে থাকবে না-নাহিদ হাজীগঞ্জের মধ্য বড়কুল বিএনপির ইফতার মাহফিল

হাজীগঞ্জে প্রবাসীর জমি দখল করে চাঁদা দাবির অভিযোগ

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
নাসিরউদ্দিন টিটু

হাজীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর জমি দখল, গাছ কেটে নেওয়া এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় নাসির উদ্দিন টিটু নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারী কুয়েত প্রবাসী হাজী মোহাম্মদ ইউনুস মাহমুদ জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই জমির মালিক হিসেবে ভোগদখল করে আসছেন।

হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামের বলেগো বাড়ির বাসিন্দা হাজী ইউনুস ২০১৯ সালে বিএস ৮৭৪ নং দাগে ৪ শতাংশ এবং বিএস ৮৮৫ নং দাগে ৭৫ পয়েন্ট জমি রেজিস্ট্রি করে ক্রয় করেন। যার দলিল নং ৭৬৪৫। তিনি নিয়মিত খাজনা পরিশোধ করেও ওই জমির মালিকানা ধরে রেখেছেন।

কিন্তু সম্প্রতি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই জমিতে থাকা গাছ কেটে ফেললে, নাসির উদ্দিন টিটু সেই গাছগুলো চুরি করে নিয়ে যান বলে অভিযোগ করেন প্রবাসী। একই সঙ্গে তিনি দাবি করেন, টিটু তার জমি নিজের বলে দাবি করে এবং তার কাছে চাঁদা দাবি করেন।

স্থানীয়রা জানিয়েছেন, জমিটি প্রবাসী ইউনুস মাহমুদের মালিকানাধীন এবং তিনি দীর্ঘদিন ধরে এটি ভোগদখল করে আসছেন। নাসির উদ্দিন টিটু হঠাৎ করেই জমিটি নিজের বলে দাবি করতে শুরু করেছেন। এর আগে টিটুর বিরুদ্ধে আরও অনেকের জমি দখল এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে।

প্রবাসী হাজী মোহাম্মদ ইউনুস মাহমুদ বলেন, “আমার বাবার কাছ থেকে পাওয়া টাকা দিয়ে এই জমি কিনেছি। দলিলসহ সব প্রমাণ আমার কাছে রয়েছে। হঠাৎ করে টিটু এসে গাছ চুরি করেছে এবং আমাকে জমি থেকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছে। চাঁদা না দিলে আমাকে মামলা দিয়ে হয়রানি করবে বলেও হুমকি দিয়েছে।”

অভিযোগের বিষয়ে নাসির উদ্দিন টিটুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

স্থানীয় ইউপি সদস্য দুলাল হোসেন জানান,”প্রবাসী ইউনুস আমার কাছে অভিযোগ করেছেন। অভিযুক্ত টিটু দাবি করেছে তারও দলিল রয়েছে। উভয়পক্ষকে দলিলসহ বসার প্রস্তাব দিয়েছি। দলিলের ভিত্তিতে প্রকৃত মালিক নির্ধারণ করা হবে।”

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা অভিযোগের তদন্ত করছি। প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

 

এই বিষয়ে প্রবাসী হাজী ইউনুস তার জমির সুরক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে স্থানীয়রা জমি দখলকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০