১০ জুলাই ২০২৫ প্রকাশিত দাখিল পরীক্ষায় মতলব দক্ষিণ উপজেলার ১৭ টি মাদরাসার মোট ৫১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২০০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। যার পাসের শতকরা হার ৩৮.৬৮।
এর মধ্যে কাচিয়ারা জামালিয়া আলিম মাদরাসা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ১জন শিক্ষার্থী। প্রাপ্ত ফলাফলে দেখা যায় মতলব দারুল উলুম ইসলামীয়া ফাযিল মাদরাসা থেকে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫ জন পাস করেছে। পাসের হার ৫৯.৫২। নন্দিখোলা ইসলামীয় ফাযিল মাদরাসা থেকে ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৩৪.২৯। কালিয়াইশ ইসলামীয় ফাযিল মাদরাসা থেকে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০ জন কৃতকার্য হয়েছে। নওগাঁও রাশেদিয়া ফাযিল মাদরাসা থেকে ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ০৮ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ২১.৬২। ঘিলাতলী সামাদিয়া কাসেমুল উলুম কামিল মাদরাসা থেকে ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ৭২.০৯। খর্গপুর ফাযিল মাদরাসা থেকে ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ৩৫.৯০। কাচিয়ারা জামালিয়া আলিম মাদরাসা থেকে ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে একজন। পাসের শতকরা হার ৪৫.০০। দক্ষিণ করবন্দ আলআমিন দাখিল মাদরাসা থেকে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ০২ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ৮.৩৩। ধনারপাড় ইসলামীয় দাখিল মাদরাসা থেকে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ০৬ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ১৮.০০। পূর্ব ধলাইতলী এ জেআই ডি মাদরাসা থেকে ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ০৪ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ৩৬.৩৬। কালিকাপুর আদর্শ দাখিল মাদরাসা থেকে ৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকার হার ৩৫.২১। ঘোড়াধারী ইসলামীয় দাখিল মাদরাসা থেকে ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ০৬ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ২৭.২৭। বদরপুর ও এস দাখিল মাদরাসা থেকে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ০৭ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ২৫.০০। দিঘলদী জাফরিয়া দাখিল মাদরাসা থেকে ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকার হার ৪৫.৪৫। রসূলপুর আননিছা দাখিল মাদরাসা থেকে ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ০৮ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ৪০.০০। নাগদা সূফী আহমদ দাখিল মাদরাসা থেকে ০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ০২ জন কৃতকার্য হয়েছে। পাসের শতভাগ । উপাদী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ০২ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ২৫.০০।
এ ছাড়াও ভোকেশনালে পাশের হার ৯০.৬৭ ।
মতলব জে বি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল শাখায় পরিক্ষায় অংশ গ্রহন করেন ৯১ জন কৃতকার্য হয় ৮৯ জন জিপিএ ৫ পেয়েছেন ৫ জন। মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৬৬ জন জিপিএ ৫ পেয়েছেন ৩ জন । বরদীয়া কাজী সুলতান উচ্চ বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ২০ জন জিপিএ ৫ পেয়েছেন ১ জন।