হাজীগঞ্জের জনতা বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় বিএনপির উদ্যোগে শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু নাফের শাহ, হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান এবং ২ নং বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন স্বপন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস চৌধুরী,৫ নং সদর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন হোসেন নিরব, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং বাকিলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম প্রধানীয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাসুদ তালুকদার, ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামাল কবিরাজ, বিএনপি নেতা ইকবাল বেপারী ও মঈনুদ্দিন, ৪ নং কালচোঁ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি তাজুল ইসলাম এবং ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল মিজি।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান এবং নতুন কার্যালয়টি সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মোহাম্মদ উল্যাহ বুলবুল: 





















