কচুয়া পৌরসভাধীন আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল রবিবার দুপুরে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কাজী মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার উল্লাহ ফরহাদ।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী আসাদ উল্লাহ’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সোহাগ হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাকসুদা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবুল খায়ের,বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল, অভিভাবক সদস্য নাজমুন হাছান, সাংবাদিক আলমগীর তালুকদার।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সিনিয়র শিক্ষক আবুল হোসেন তালুকদার,সহকারী শাহদাত হোসেন ফরহাদ,অভিভাবক তাসনিমা আক্তার প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।