ফরিদগঞ্জের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘গোবিন্দপুর মানবকল্যান ফাউন্ডেশন’ ৩শ’ গাছের চারা বিতরণ ও রোপন করেছেন। সংগঠনটি বছরের প্রায় ৩/৪টি বড় আয়োজন করে। যা ইতোমধ্যে উপজেলার অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
শনিবার (১৯ জুলাই ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত ‘গাছ লাগাই, সবুজে পরিবেশ সাজাই’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গোবিন্দপুর মানবকল্যাণ ফাউণ্ডেশনের উদ্যোগে ও সোসাইটি অফ পুওর এন্ড হেল্পলেস এর অর্থায়নে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি পালন করে। অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে বৃক্ষ রোপণ ও বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দায়িত্বশিলদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় গোবিন্দপুর মানবকল্যাণ ফাউণ্ডেশনের পরিচালক নজরুল ইসলাম, এড. মাসুদ গাজী, মো. আলী আসাদ, মোহাম্মদ নুরুজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ গাছের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সুজন শেখ, হুমায়ুন কবির, মামুন দেওয়ান, বোরহান উদ্দিন, মোহাম্মদ রাকিব, আব্দুল হান্নান প্রমুখ।