ফরিদগঞ্জে চোরাইকৃত একটি অটোরিকশাসহ তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) গভীর রাতে ফরিদগঞ্জ ও কচুয়া থানা পুলিশের যৌথ অভিযানে চোরাই যানটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব(৩ নং) ইউনিয়নের ফনিসাইর এলাকার সত্তর ডিলার বাড়ির রহমত উল্লাহর ছেলে মো. শাকিল হোসেন (২৫), তার ছোট ভাই মো. রাব্বী (২২) এবং একই এলাকার কামারবাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মো. তামিম ইকবাল (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. সাজ্জাদ হোসেন সোমবার রাতে তার অটোরিকশাটি চার্জ দিতে স্থানীয় লক্ষ্মীপুর এলাকার হোসেন মার্কেটের হজল মিস্ত্রীর গ্যারেজে রাখেন। রাতের কোনো একসময় চোরের দল গ্যারেজের তালা ভেঙে অটোরিকশাটি নিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাজ্জাদ ফরিদগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
এরপর এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যায় এবং প্রযুক্তির সহায়তায় চোরদের অবস্থান শনাক্ত করে। ফরিদগঞ্জ ও কচুয়া থানার সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করে থানায় আনা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, “অভিযোগ পাওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে আমরা অটোরিকশা ও চোরদের কচুয়া থেকে উদ্ধার করি। এ ঘটনায় চুরি আইনে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।”