দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর সরকার পরিচালিত ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম চাঁদপুরে পুনরায় চালু হয়েছে। বুধবার ৬ আগস্ট সকালে চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তম সড়কের কোল্ড স্টোর মোড় কেন্দ্রে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌর ১১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার খাদ্য পরিদর্শক মোহাম্মদ মামুন খান এবং ওএমএস ডিলার আব্দুল মাজেদ গাজী ও আব্দুল গফুর মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “একজন ব্যক্তি যেন একাধিকবার পণ্য গ্রহণ না করেন। একজন ৫ কেজি চাল নিয়ে আবার ৫ কেজি আটা নিলে অন্য একজন হতদরিদ্র মানুষ বঞ্চিত হবেন। এমন অন্যায় যেন কেউ না করেন।” তারা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বাগাদী আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আহসান উল্লাহ এবং চাঁদপুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্র জামে মসজিদের খতিব মাওলানা শহীদুল্লাহ।