ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

  • Reporter Name
  • Update Time : ১১:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ১৬৫ Time View

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহন, যুব পুরস্কার, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে যুব দিবসের আলোচনা সভাসহ এসব কর্মসূচির যৌথ আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, যুবকরা দেশ ও সমাজকে বদলে দিতে পারে। বছর জুড়ে কাজের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। মিছিল মিটিং করে এর পরিবর্তন করা যায় না। করোনার সময় মানুষ যখন ঘরবন্দি ছিল, তখন এই যুবকরাই ভূমিকা রেখেছে। গত বছরের বন্যায়ও যুবকরা ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলনে সড়কে যুবকদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। অপরাধের সাথে সম্পৃক্ত যুবকদের আমরা চাই না। আমরা চাই সেই যুবক, যে যুবক সমাজ, দেশ ও জাতি কল্যাণে কাজ করবে।

তিনি আরো বলেন, যৌবন থাকতে আপনার ভাগ্য আপনাকেই বদলাতে হবে। সারাদেশের সাথে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কফিল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত।

জেলা ও  উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত সফল যুবক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নির্বাচনে আচরণ বিধি যেনো লঙ্গন না হয় সেই দিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

Update Time : ১১:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহন, যুব পুরস্কার, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে যুব দিবসের আলোচনা সভাসহ এসব কর্মসূচির যৌথ আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, যুবকরা দেশ ও সমাজকে বদলে দিতে পারে। বছর জুড়ে কাজের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। মিছিল মিটিং করে এর পরিবর্তন করা যায় না। করোনার সময় মানুষ যখন ঘরবন্দি ছিল, তখন এই যুবকরাই ভূমিকা রেখেছে। গত বছরের বন্যায়ও যুবকরা ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলনে সড়কে যুবকদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। অপরাধের সাথে সম্পৃক্ত যুবকদের আমরা চাই না। আমরা চাই সেই যুবক, যে যুবক সমাজ, দেশ ও জাতি কল্যাণে কাজ করবে।

তিনি আরো বলেন, যৌবন থাকতে আপনার ভাগ্য আপনাকেই বদলাতে হবে। সারাদেশের সাথে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কফিল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত।

জেলা ও  উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত সফল যুবক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।