মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও মতলব পৌরসভার যৌথ আয়োজনে জাতীয় ও আন্তজার্তিক যুব দিব পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিতে র্যালী, আলোচনাসভা, যুব ঋন বিতরণ, সনদ বিতরণ ও প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
১২ আগস্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋন বিতরণ, সনদ বিতরণ ও প্রশিক্ষনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমজাদ হোসেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আ.ক.ম মুহসিন এর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ, মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী ফেরদাউস হোসেন, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, মতলব ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব রেনেসা ইয়থ ক্লাবের আহবায়ক এম এ ইদ্রিস খান।
এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, যুব সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উদ্যোক্ত যুবকদের মাঝে ৯জনকে ঋন বিতরণ করা হয়।