মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জাঁকজমকভাবে ও উৎসবমুখর পরিবেশে হাজীগঞ্জে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ জিউড় আখড়া থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় রাজা লক্ষী নারায়ণ জিউড় আখড়ায় এসে শেষ হয়।
বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিধুভূষণ রায় সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক ছিলেন নীহার রঞ্জন হালদার মিলন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, চাঁদপুর জেলার ৩’বারের শ্রেষ্ঠ করদাতা রোটা. রুহিদাস বণিক।
বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী রাজা লক্ষী নারায়ণ জিউর আখড়ার পরিচালনা পর্ষদের সদস্য ডা. মানিক লাল মজুমদার, সঞ্জয় কুমার কর্মকার, তাপস সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটা. প্রাণ কৃষ্ণ সাহা মনা, পৌর শাখার সভাপতি রাধা কান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার সহ-সভাপতি লিটন পাল ।
এ দিন দুপর থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিভিন্ন রঙ্গিন সাজে আসতে থাকে বিকেল সাড়ে ৫টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় নেচে গেয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন ভক্তবৃন্দ।