চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শনিবার সকালে জন্মাষ্টমী উদযাপন পরিষদ মতলব দক্ষিণ উপজেলার শাখার আয়োজনে মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে আলোচনা সভায় ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ মতলব দক্ষিণ শাখার সভাপতি প্রফেসার সুখরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার আশিষ ও নিমাই ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ , উপজেলা জামায়েত ইসলামের আমির মোঃ আব্দুর রশিদ পাটোয়ারী। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা , মতলব ডিগ্রী কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি উত্তম ঘোষ, সাধারণ সম্পাদক বাদল নন্দী, সাবেক সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ, উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক সমির ভট্টাচার্য্য (বলু) সদস্য সচিব চন্দন বিশ্বাষ , পৌর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক পিতোষ সাহা , প্রবাসী গৌর নিতাই সংঘ (উএসএ) এর সভাপতি সুর্দশন দাস জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি তাপস সাহা, মেহরন জগন্নাথ দেব মন্দির কমিটির সাধারন সম্পাদক ও ইউপি সদস্য ভরত দাস (সাধু), শিক্ষক উত্তম কুমার সাহা , সেচ্ছাসেবক দল নেতা শাহজাহান মিয়াজী, উপজেলা হিন্দু মহাযোটের সভাপতি মদন সাহা, উপজেলা জাগো হিন্দু পরিষদের সদস্য সচিব লিটন সরকার , হিন্দু নেতা প্রদিপ সাহা, বলাই সাহা, রিপন সাহাসহ সনাতন ধর্মাবলম্বী শত শত নারী পুরুষ ভক্তবৃন্দরা । আলোচনার পূর্বে মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন । শোভাযাত্রাটি মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ভক্তরা ঢাক-ঢোল, শঙ্খ, কাসা-ঘণ্টা নিয়ে অংশগ্রহণ করেন।
এ ছাড়া স্ব-স্ব মন্দির ও এলাকার মহল্লায় পূজা, উপবাস, রাতব্যাপী ব্রত ও কীর্তনের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করা হবে। অনুষ্ঠানগুলোতে হাজারো সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে, চিত্রাঙ্কন, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, প্রতিযোগিতা ও মহাপ্রসাদ আস্বাদনের অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে মঙ্গল শোভাযাত্রা নিয়ে যোগদান করে । অনুষ্ঠান শেষে প্রবাসী গৌরনিতাই সংঘের অর্থায়নে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।