ঢাকা 12:47 am, Thursday, 21 August 2025

মতলবে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

Oplus_131072

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে  মতলব দক্ষিণ উপজেলায়  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ (১৮–২৪ আগস্ট) পালিত হয়েছে । মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা  মৎস্য   অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনের  নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। র‍্যালিতে অংশ নেন উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,কর্মচারী,  শিক্ষক, শিক্ষার্থী,  সাংবাদিক ও মৎস্যজীবিবৃন্দ। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে মৎস্যসম্পদের গুরুত্ব এবং মৎস্যজীবী সম্প্রদায়ের অবদান তুলে ধরেন। র‍্যালিটি  বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায়  উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ। সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
এসময় তিনি বলেন, পানি দূষণ ও পরিবেশগত পরিবর্তনের ফলে অনেক দেশি মাছ এখন বিলুপ্তির পথে। আমাদের গবেষকদের উচিত, বিলুপ্তপ্রায় এই মাছগুলোকে কীভাবে আধুনিক প্রযুক্তির সহায়তায় স্বাদু পানিতে উৎপাদন সম্ভব, সে বিষয়ে আরও মনোযোগী হওয়া।তিনি আরও বলেন,  উন্নত জাত ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
 এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, উপজেলা প্রাণী সম্পদ সম্পাদক কর্মকর্তা ডাঃ জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, এনসিপি মতলব দক্ষিণ উপজেলার সমন্বয়ক ডিএম আলাউদ্দিন প্রমুখ। আলোচনা শেষে ৩ জন সেরা মৎস্য চাষীকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতলবে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

Update Time : 12:10:41 am, Thursday, 21 August 2025
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে  মতলব দক্ষিণ উপজেলায়  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ (১৮–২৪ আগস্ট) পালিত হয়েছে । মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা  মৎস্য   অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনের  নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। র‍্যালিতে অংশ নেন উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,কর্মচারী,  শিক্ষক, শিক্ষার্থী,  সাংবাদিক ও মৎস্যজীবিবৃন্দ। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে মৎস্যসম্পদের গুরুত্ব এবং মৎস্যজীবী সম্প্রদায়ের অবদান তুলে ধরেন। র‍্যালিটি  বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায়  উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ। সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
এসময় তিনি বলেন, পানি দূষণ ও পরিবেশগত পরিবর্তনের ফলে অনেক দেশি মাছ এখন বিলুপ্তির পথে। আমাদের গবেষকদের উচিত, বিলুপ্তপ্রায় এই মাছগুলোকে কীভাবে আধুনিক প্রযুক্তির সহায়তায় স্বাদু পানিতে উৎপাদন সম্ভব, সে বিষয়ে আরও মনোযোগী হওয়া।তিনি আরও বলেন,  উন্নত জাত ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
 এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, উপজেলা প্রাণী সম্পদ সম্পাদক কর্মকর্তা ডাঃ জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, এনসিপি মতলব দক্ষিণ উপজেলার সমন্বয়ক ডিএম আলাউদ্দিন প্রমুখ। আলোচনা শেষে ৩ জন সেরা মৎস্য চাষীকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।