মতলব দক্ষিণে আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এইচ এন এস ওয়েলফেয়ার এর উদ্যোগে বিগত এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ৩ জনকে এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসের ৩ জন করে মোট ১৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
গত ২১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে ‘বাধা পেরিয়ে যেতে হবে সামনে, পাশে আছি আমরা জেগে উঠো মননে’ স্লোগানে এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচএনএস ওয়েলফেয়ার এর চেয়ারম্যান মোঃ আবু সাঈদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচএনএস টিচ এর সিইও মোঃ নাঈম মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ মিয়া বলেন, বৃত্তি প্রদানের মাধ্যমে তোমাদের পড়াশোনায় উৎসাহ প্রদানই আমাদের মূল লক্ষ্য। তোমাদের লক্ষ্য ঠিক করো সাফল্য আসবেই। নিজস্ব বুদ্ধিকে আগে প্রাধান্য দিতে হবে। ভালো বন্ধু নির্বাচন করতে হবে। ভালো বন্ধু ভালো অভিভাবক। তোমাদের সাথে নিয়ে আমরা এ সমাজকে একটি মানবিক সমাজ হিসেবে গড়তে চাই।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, স্থানীয় রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।