চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব ও নারায়ণপুর পৌরসভা, নারায়ণপুর ইউনিয়ন ভুমি অফিস, খাদেরগাঁও ইউনিয়ন মতলব পৌর ভুমি অফিস ও মতলব দক্ষিণ থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন। ১৫ সেপ্টেম্বর ( সোমবার) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। এছাড়া মতলব জগবন্ধু বিশ্বনাথ (জেবি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ও পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
পরিদর্শনকালে তিনি বলেন, জনগণের সেবা যত বেশী দিবেন জগনের কাছে আপনি ততই সম্মানিত হবেন। সেবা নিতে এসে যেন কেউ ভোগান্তির শিকার না হয় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। নাগরিক সেবা কোনভাবে যেন ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
নারায়ণপুর পৌরসভার বিষয়ে জেলা প্রশাসক বলেন, এ পৌরসভার মানুষজন অনেক ধরনের সেবা থেকে বঞ্চিত। উন্নয়ন কর্মকান্ড ব্যবহত হচ্ছে। সরকারি বরাদ্দ ফিরে যাচ্ছে।পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের মামলা জটিলতার কারনে। তবে আশা করি খুব সহসাই এটার একটি ফয়সালা হয়ে যাবে। মতলব পৌরসভার স্থায়ী ভবন নিয়ে তিনি বলেন, ভবনটি হেডকোয়ার্টারে না হয়ে অন্য কোথাও হলে কোন সমস্যা নেই। পৌর ভবন যেখানে হবে সেখানেই নগরবাসী সুবিধা পাবে। এতে করে ওই এলাকার উন্নয়ন হবে। ভবনটি যেন দ্রুত সময়ের মধ্যে করা যায় সে বিষয়ে আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা থাকতে হবে। তা না হলে ভবন হবে না। এতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন।
মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানটির অনেক সুনাম রয়েছে। তাই এ সুনাম যেন আরো বৃদ্ধি পায় যেদিকে নজর রাখতে হবে। গরীব, অসহায়, দিনমজুর নিন্ম আয়ের মানুষের ছেলেরা যেন বিদ্যালয়ে এসে পড়ালেখার সবধরনের সুযোগ সুবিধা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী যত্নবান হতে হবে। ফলাফল যেন প্রতিবছর উন্নতির দিকে এগিয়ে যায় সেভাবেই শিক্ষকদের পাঠদান করতে হবে। মতলব দক্ষিণ থানা পরিদর্শনকালে বলেন, জেলার অন্যান্য থানার তুলনায় মতলব দক্ষিণ থানার কার্যক্রম প্রশংসনীয়। তবে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং নির্মুলে কঠোর অবস্থানে থাকতে হবে।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রায়হান, মতলব পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ছাইফুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলমসহ সাংবাদিক ও সুধীজন।