মতলবে পানিতে ডুবে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী নিহালের করুন (১১) মৃত্যু হয়েছে। তার পিতার নাম মান্নান। মতলব সদরের মধ্য কলাদি দারোগা বাড়ি নিবাসী এবং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির যমুনা শাখার (রোল ৩২) ছাত্র নিহাল তার নানার বাড়ি মতলব উত্তর উপজেলার রামদাসপুর গ্রামে বেড়াতে গিয়েছিল ।
২০ সেপ্টেম্বর শনিবার দুপুরে শখের বসে সে খালে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায়। এলাকাবাসী তার মৃতদেহ উদ্ধার করে। ওর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। ওর এই মৃত্যুর খবরে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ কান্নায় ভেঙে পড়েন।