মতলব দক্ষিণ উপজেলার ৩৪ টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল ও সভা পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ। উক্ত মতবিনিময় সভাটি বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড.মোহাম্মদ জালাল উদ্দিনের পরামর্শক্রমে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ এমদাদ হোসেন খান,মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার,মতলব দক্ষিণ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন শাহ,উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির সাধারণ সম্পাদক শুকুমার ঘোষ,মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির এবং বিভিন্ন পুজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। বিএনপির নেতৃবৃন্দ বলেন,হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা যেন তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে সে ব্যাপারে সর্বাত্বভাবে সহযোগিতা করা হবে।প্রত্যেকটি মন্ডপে যেন সিসি ক্যামেরা লাগানো হয় সে ব্যপারে নিশ্চিত করতে হবে। বিএনপির পক্ষ থেকে প্রতিটি মন্ডপে শৃঙ্খলা কমিটি করা হবে। উপজেলা পর্যায়ে মনিটরিং সেল খোলা হবে। যে কোন অপ্রতিকার ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল কাজ করবে।