সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করতে হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাঁদপুর-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এমএ শুক্কুর পাটোয়ারী।
বুধবার (২৪ সেপ্টেম্বর-২০২৫) মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও শিক্ষা-প্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে এমএ শুক্কুর পাটোয়ারী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৫ আগষ্টের পর থেকেই বার বার বলে আসছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদের সকলকে দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দলকে সুসংগঠিত করতে হবে। আমরা সুসংগঠিত থাকলে কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচনে বিএনপির বিজয়কে ঠেকাতে পারবেনা।
তিনি আরও বলেন, আমার রাজনৈতিক জীবনে আমি এক টাকার দুর্নীতিও করিনি। আমি তৃণমূল থেকে উঠে আসা বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদের ভালোবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চাই। দল আমাকে মনোনয়ন দিলে আপনাদের সকলকে নিয়ে চাঁদপুর-২ আসনটি দলকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
এসময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।