শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণপুর ইউনিয়নের জোড়পুল বাজার কিরন পাটোয়ারী মার্কেটে ইউনিয়নবাসী এ প্রতিবাদ সভার আয়োজন করেন। প্রতিবাদ সভায় নারায়ণপুর ইউনিয়ন পুনর্বহাল আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রফেসর গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা মো. জাবেদ পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণপুর ইউনিয়ন পুনঃবহাল কমিটির আহ্বায়ক উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হারুন অর রশিদ, সদস্য সচিব মিঞা মো. মামুন, মো. ইব্রাহিম তালুকদার, মো. মিজানুর রহমান প্রধান, মোশাররফ হোসেন পাটোয়ারী, ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়াজী, মতলব দক্ষিণ থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো.তাফাজ্জল পাটোয়ারী, বিএনপি নেতা মো. লুৎফুর কাজী,মো. দুলাল মিয়াজি, গোলাম রাব্বানী, হানিফ পাটোয়ারী, জসিম উদ্দিন মিন্টু, এমরান হোসেন, আবু বকর প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ নারায়ণপুর পৌরসভা এবং ইউনিয়ন নিয়ে জটিলতার কারণে আমরা নাগরিক সেবা থেকে বঞ্চিত। গত প্রায় দুই বছর যাবত অনলাইন সেবা বন্ধ থাকায় প্রয়োজনীয় কাজ করতে পারছে না নারায়ণপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ। এই ইউনিয়নের শতকরা প্রায় ৮০ ভাগ লোক কৃষির উপর নির্ভর। তাই এই ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী পৌরসভা চায় না। আমরা এ প্রতিবাদ সভা থেকে দ্রুত পৌরসভার গেজেট বাতিল করে নারায়ণপুর ইউনিয়ন পুনর্বহালের দাবি জানাচ্ছি।
এসময়ে উপস্থিত ছিলেন,সুমন, আক্তার,ফয়েজ আহম্মেদ,এসএম কামাল, ইকবাল,ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ প্রমূখ।