চাঁদপুর- ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ পদপ্রার্থী, জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ শুক্কুর পাটোয়ারী বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য আমরা কাজ করছি। ধর্মীয় সম্প্রীতি ও সম-অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। বিএনপির কাছে সব ধর্মই সমান, বাংলাদেশে কোনো জাতি ভেদাভেদ নেই। ‘দুর্গাপূজা হচ্ছে সম্প্রীতি ও ঐক্যের উৎসব। মুসলমানরা যেমন ধর্মীয় উৎসব পালন করে, তেমনি হিন্দু, খ্রিস্টান ও অন্য ধর্মাবলম্বীরাও তাদের নিজস্ব উৎসব পালন করে। শারদীয় দুর্গোৎসবে বাংলাদেশে সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিলো। পূঁজাকে ঘিরে মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপে এখন উৎসবমুখর পরিবেশ। প্রতিটি মন্ডপে চলছে দেবী দুর্গার বন্দনা, ভক্ত-শুভানুধ্যায়ী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত চারপাশ। বিএনপি বরাবরই সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো আচার অনুষ্ঠানে তাদের পাশে ছিল, আগামী দিনেও আন্তরিক ভাবে থাকবে।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন। তিনি গভীর রাত পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন বাজারের যুব ব্যবসায়ী পূঁজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত পূঁজা মন্ডপ, মতলব বাজারের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির, পশ্চিম বাইশপুর পূজা মণ্ডপ, নারায়নপুর ঠাকুরবাড়ী পূজা মণ্ডপ, খাদেরগাঁও পূজামণ্ডপ, নারায়নপুর শ্রী শ্রী কালী মন্দির, নায়েরগাঁও মন্দিরে অনুষ্ঠিত পূঁজা মন্ডপ পরিদর্শন করেন।
বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ-সভাপতি ভিপি খলিলুর রহমান, শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দন সাহা, জগন্নাথ দেব মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ ভৌমিক, সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ প্রমুখ।
এ সময় পৌর বিএনপি নেতা মো. জসিম প্রধান, আনোয়ার ছৈয়াল, ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিয়াউল মাওলা কচি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শরীফ উল্লাহ টিটু, পৌর শ্রমিকদল নেতা দিদার ফরাজী, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. শামীম হোসেন মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল হোসাইন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী আহম্মেদ শাওন, ছাত্রদল নেতা রাফেল, নবীর হোসেন বাবু, মো. ফরহাদ হোসেন, প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।