চাঁদপুর- ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকল গোত্রের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। আমাদের নিজেদের আগে সংস্কার হতে হবে, তাহলেই দেশকে সংস্কার করা সম্ভব।জনগণের প্রত্যক্ষ ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে। শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সার্বজনীন মিলনমেলা। এখানে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের জয়গান গাওয়া হয়।
তানভীর হুদা আরোও বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। দুর্গাপূজা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ। এ উৎসবকে ঘিরে গ্রাম-শহরে যে আনন্দ-উৎসবের আবহ সৃষ্টি হয়, তা জাতীয় ঐক্যের দৃষ্টান্ত। আমরা চাই, প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে ও আনন্দঘন পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করুক। কোনো বিভাজন নয়, ঐক্যই আমাদের শক্তি। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের ভোটই গণতন্ত্রের মূল ভিত্তি। তাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই প্রকৃত জাতীয় ঐক্য ও উন্নয়নের রূপরেখা দিতে সক্ষম।
বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেল থেকে রাত পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলার নারায়পুর বাজার পুজা মন্ডপ, নায়েরগাঁও সুনীল দসের বাড়ি পুজা মন্ডপ, মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির, মেহরন পুজা মন্ডপ’সহ বিভিন্ন পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও প্যানেল মেয়র শাহ গিয়াস, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু,যুবদল নেতা আল আমিন প্রধান, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাইদুল ইসলাম শিপলু, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক জান-ই-আলম বাবু, বিএনপি নেতা আনোয়ার হোসেন, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন,সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফ ফরাজি, সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি,পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক বিল্লাল প্রধান, রবিউল প্রমুখ।