মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, কন্যাশিশুদের বাল্যবিবাহ বন্ধ, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিতকরণ, এবং তাদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়, যাতে তারা সমাজের বোঝা না হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিবার। কন্যা শিশু প্রতিটি পরিবারের জন্য আশির্বাদ।
তিনি আরো বলেন, কন্যা শিশুদের সুরক্ষা শিক্ষার অধিকার, আইনি সহায়তা ও ন্যয় অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য রোধ, নির্যাতন থেকে রক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্য বিবাহ বন্ধে কার্যকর ভুমিকা সমাজের প্রতিটি স্তরের মানুষ কে অগ্রনি ভুমিকা রাখতে হবে।
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় মতলব দক্ষিন উপজেলা পরিষদ মিলনায়তনে “আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি এই প্রতিবাদ্য বিষয় নিয়ে কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশা রানী সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা আইনুন নাহার কাদরী, মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, মতলব প্রেস ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. মোজাহিদুল ইসলাম, মতলব দক্ষিন থানার এস আাই আব্দুল আউয়াল, মতলব সরকারি কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্রী শশী রানী পাল ও মতলব সরকারী কলেজের বিএনসিসির সদস্য নিশরাত জাহান নিশি, মতলব গঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী তাকওয়া, মেহের নিগার মুন্নী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআান তেলাওয়াত করে ৫ম শ্রেণীর ছাত্রী নাবিলা ও গীতা পাঠ করে বর্ষা বিশ্বাস।
এ সময় মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার সেলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, যুগ্ম আহবায়ক রেদওয়ান আহমেদ জাকির, সদস্য সফিকুল ইসলাম রিংকু, সমীর ভট্টাচার্য, সাংবাদিক সাইফুর রহমান সবুজসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।