ঢাকা 12:33 am, Tuesday, 14 October 2025

মতলবে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে মাটিকাটার অভিযোগে ড্রেজার মেশিন অকেজো ও পাইপ লাইন বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ড্রেজার মেশিনের মালিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিলে এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মতলব পৌরসভার বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে মোঃ সানাউল্লাহ (৩৯)। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।

তিনি জানান, অনুমতি ছাড়াই ওই বিলে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছে কিছু অসাধু ব্যবসায়ী- এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় ড্রেজার অকেজো করে পাইপ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরে ড্রেজার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের অপরাধে  ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

তিনি আরো জানান, অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে মতলব দক্ষিণ থানার এসআই সাকিবসহ সঙ্গীয় ফোর্স ও উপজেলা ভূমি অফিসের অফিস সহায়কগণ  উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে পৌর তিনটি ওয়ার্ডে তরুণ ভোটারদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

মতলবে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

Update Time : 11:13:11 pm, Thursday, 9 October 2025

মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে মাটিকাটার অভিযোগে ড্রেজার মেশিন অকেজো ও পাইপ লাইন বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ড্রেজার মেশিনের মালিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিলে এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মতলব পৌরসভার বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে মোঃ সানাউল্লাহ (৩৯)। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।

তিনি জানান, অনুমতি ছাড়াই ওই বিলে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছে কিছু অসাধু ব্যবসায়ী- এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় ড্রেজার অকেজো করে পাইপ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরে ড্রেজার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের অপরাধে  ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

তিনি আরো জানান, অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে মতলব দক্ষিণ থানার এসআই সাকিবসহ সঙ্গীয় ফোর্স ও উপজেলা ভূমি অফিসের অফিস সহায়কগণ  উপস্থিত ছিলেন।