চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার প্রশাসনের হস্তক্ষেপে সড়কে চলাচল পথে বেড়া অপসারন করে বিরোধপূর্ণ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রশাসন।
১৫ (অক্টোবর) বুধবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন ও মতলব দক্ষিন থানা অফিসার ইনচার্জ সালেহ আহম্মদ সঙ্গীয় ফোর্সসহ বিরোধপূর্ণ জায়গায় উপস্থিত হয়ে পথের বেড়া অপসারন ও বিরোধপূর্ণ বিষয় সমাধানে আশ্বাস দিয়েছেন।
সরেজমিন জানা যায়, উপজেলার নারায়নপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বাড়ৈগাঁও গ্রামের বকাউল বাড়ির নারিকের গাছের ডাব নারিকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে ৯নং ওয়ার্ড সারপার গ্রামে জনৈক আলমের ছেলে জামাল, সেকান্তরের ছেলে জাহিদ ,পাভেজ, স্বপন, ফারুক গংদের সাথে পাশের গ্রামের নুরুজ্জামান গংদের সাথে হাতাহাতির ও মারামারির ঘটনা ঘটে। পরে ঐ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামের লোকজনের সাথে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পরে এবং মারামারি ও চলাচলের রাস্তার উপর বেড়া দিয়ে পথ অবরোধ করে। এতে প্রতিপক্ষ পারভেজ,স্বপন গং চলাচলের পথ উম্মুক্ত করতে এলাকার জন সাধারন ও শিশু শিক্ষার্থী নিয়ে মানব বন্ধন কর্মসুচী পালন করে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ঘটনাস্থলে প্রশাসন উপস্থিত হয়ে উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং জনউপদ্রব কার্য্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেন।
নুরুজ্জামান বেপারী বলেন,চলাচলের পথের কোনো বাধা নেই কিন্তু পারভেজ, স্বপন, আলম, ফারুক গংরা মুল ঘটনাকে আড়াল করে মানববন্ধন কর্মসুচী পালন করেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। এ সময়ে উপস্থিত ছিলেন দুপক্ষের কয়েক শতাধিক নারী পুরুষসহ এলাকা গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ প্রমূখ।