ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে আগুনে পুড়ে বসতঘর ছাঁই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার(১৮ অক্টোবর) সকালে উপজেলার আঁচলছিলা গ্রামের হাসান আলী প্রধানের ছেলে মো: কালাম হোসেনের বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

স্থানীয় ও এলাকাবাসী জানায়, আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। মো: কালাম হোসেনের বসবাস করার জন্য একটিই ঘর। কিন্তু হঠাৎ করে আগুন লেগে যায়। খুব তারাতাড়ি আগুন চারদিকে ছড়িয়ে পরে। আশেপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। আগুন ঘরের টিনে লাগার কারনে ক্ষয়ক্ষতি বেশি হয়ে গেছে। তারপর মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। স্থানীয়দের সাথে নিয়ে দমকলকর্মীরা ঘন্টাখানেক কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত মো: কামাল হোসেন প্রধান বলেন, আমার বসবাস করার জন্য একটাই ঘর। এই ঘরই আমি বউ বাচ্চা নিয়ে থাকি। হঠাৎ করে কিভাবে আগুন লেগে গেলে কিছুই বুঝতে পারি নাই। আমার ঘরটা পুড়ে ছাঁই হয়ে গেছে। এখন আমার মাথা রাখারও জায়গা নাই। পরিবার নিয়ে কই থাকমু এখন। আমার ঘরে আসবাবপত্র, ফ্রীজ,টিভি, হারিপাতিল সব পুড়ে শেষ হয়ে গেছে। সবকিছু মিলে লক্ষাধিক টাকার মালমাল শেষ হয়ে গেছে। সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শী মো: শরীফ হোসেন বলেন, আগুন লাগছে শুনে আমরা দৌড়ে আসি। এসে দেখি বসতঘরটি পুড়তেছে। আগুন টিনে লেগে যাওয়ার কারনে নিজেরা চেষ্টা করে নিভানো যায় নাই। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বসতঘরের মালিক মো: কামাল হোসেনের আর্থিক অবস্থা ভালো না।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের অফিসার মো: ইউসুফ বলেন, খবর পেয়ে আমরা দূর্ঘটনাস্থলে যাই। কয়েকঘন্টা কাজ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। আসলেই আমাদের কাছে খবর অনেক পরে আসছে। এজন্য বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নির্বাচনে আচরণ বিধি যেনো লঙ্গন না হয় সেই দিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ ফরিদ আহমেদ মানিক

মতলবে আগুনে পুড়ে বসতঘর ছাঁই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Update Time : ১১:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার(১৮ অক্টোবর) সকালে উপজেলার আঁচলছিলা গ্রামের হাসান আলী প্রধানের ছেলে মো: কালাম হোসেনের বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

স্থানীয় ও এলাকাবাসী জানায়, আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। মো: কালাম হোসেনের বসবাস করার জন্য একটিই ঘর। কিন্তু হঠাৎ করে আগুন লেগে যায়। খুব তারাতাড়ি আগুন চারদিকে ছড়িয়ে পরে। আশেপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। আগুন ঘরের টিনে লাগার কারনে ক্ষয়ক্ষতি বেশি হয়ে গেছে। তারপর মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। স্থানীয়দের সাথে নিয়ে দমকলকর্মীরা ঘন্টাখানেক কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত মো: কামাল হোসেন প্রধান বলেন, আমার বসবাস করার জন্য একটাই ঘর। এই ঘরই আমি বউ বাচ্চা নিয়ে থাকি। হঠাৎ করে কিভাবে আগুন লেগে গেলে কিছুই বুঝতে পারি নাই। আমার ঘরটা পুড়ে ছাঁই হয়ে গেছে। এখন আমার মাথা রাখারও জায়গা নাই। পরিবার নিয়ে কই থাকমু এখন। আমার ঘরে আসবাবপত্র, ফ্রীজ,টিভি, হারিপাতিল সব পুড়ে শেষ হয়ে গেছে। সবকিছু মিলে লক্ষাধিক টাকার মালমাল শেষ হয়ে গেছে। সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শী মো: শরীফ হোসেন বলেন, আগুন লাগছে শুনে আমরা দৌড়ে আসি। এসে দেখি বসতঘরটি পুড়তেছে। আগুন টিনে লেগে যাওয়ার কারনে নিজেরা চেষ্টা করে নিভানো যায় নাই। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বসতঘরের মালিক মো: কামাল হোসেনের আর্থিক অবস্থা ভালো না।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের অফিসার মো: ইউসুফ বলেন, খবর পেয়ে আমরা দূর্ঘটনাস্থলে যাই। কয়েকঘন্টা কাজ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। আসলেই আমাদের কাছে খবর অনেক পরে আসছে। এজন্য বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।